Baritai Keu Jeo Na
"Baritai Keu Jeo Na" is the creation of Writter Anish Deb and Publication by Dev Sahitya Kutir . Five stories, a novel, all new causes, this is the first time Berael has become a book in writing.
The subject of the novel is ghostly. A hospital was once built in a village in Rakhitpur. A tragic incident took place in that hospital. Since then the hospital has changed.
One of the five stories is about a werewolf. The subject of a story is Perfect Murder. The clever covert game of the police officer with the killer and the battle of wits. The third story is the story of science-fantasy a strange rabbit ‘June’. And the last two stories are humane — stories that you have to face yourself after reading.
Judging by the character, the writings are different. As a result, this book is like a flower bed made of different colored flowers.
The rush of this flower will surely make your mind colorful.
পাঁচটি গল্প, একটি উপন্যাস, সবকটাই নতুন কারণ, লেখাগুলাে বই হয়ে বেরােল এই প্রথম।
উপন্যাসটির বিষয় ভৌতিক-অলৌকিক। রাখিতপুরের একটি গ্রামে পুরােনাে এক সময়ে তৈরি হয়েছিল একটি হাসপাতাল। সেই হাসপাতালটিতে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। তারপর থেকেই হাসপাতালটা পালটে যায়। এমন পালটে যায় যে, সবাই বলতে থাকে বাড়িটায় কেউ যেয়াে না।
পাঁচটি গল্পের মধ্যে একটির বিষয় ওয়্যারউলফ বা নেকড়ে-মানুষ। একটি গল্পের বিষয় পারফেক্ট মার্ডার। খুনির সঙ্গে পুলিশ অফিসারের চতুর লুকোচুরি খেলা আর বুদ্ধির লড়াই। তৃতীয় গল্পটি সায়েন্স-ফ্যানটাসি—এক বিচিত্র রােবট ‘জুনাে'-র কাহিনি। আর শেষ দুটো গল্প মানবিক—যে-গল্প পড়ার পর নিজের মুখােমুখি দাঁড়াতে হয়।
চরিত্রের বিচারে লেখাগুলাে নানানরকম। ফলে, এই বইটা যেন নানা রঙের ফুল দিয়ে তৈরি একটি ফুলের তােড়া।
এই ফুলের তােড়া আপনার মনকে নিশ্চয়ই রঙিন করে তুলবে।